শুক্রবার । ২১শে নভেম্বর, ২০২৫ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩২

কুয়েটে প্রাকৃতিক দুর্যোগ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ “বঙ্গবন্ধুর দূরদর্শন ও রাজনৈতিক সিদ্ধান্তঃ জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকার প্রাকৃতিক দুর্যোগ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২২ জুন বৃহস্পতিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনস্থ ডিস্ট্যান্স লার্নিং থিয়েটারে সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর ড. খুরশীদা বেগম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট (আইডিএম) এর পরিচালক প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বেসরকারি উন্নয়ণ সংস্থা রুপান্তর এর দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন অভিযোগ কর্মসূচীর উপ পরিচালক ফারুক আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন মানবিক বিভাগের সহকারী অধ্যাপক সুহেলী সায়লা আহমদ এবং সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ডীন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন