সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় চিংড়িতে অপদ্রব্য পুশের অপরাধে দু’জনকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

খুলনার ডুমুরিয়া উপজেলার শাহাপুর এলাকায় দু’টি চিংড়ি ডিপোতে অভিযান চালিয়েছে র‌্যাব-৬। আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অপদ্রব্য পুশের দায়ে দুই ডিপো মালিক ৪০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

র‌্যাব-৬ এর মেজর মোঃ আনিসুজ্জামান জানিয়েছেন, চিংড়িতে অপদ্রব্য জেলি পুশ করায় শাহাপুরের ব্যবসায়ী সত্যপ্রমাদ বিশ্বাসকে ২০ হাজার টাকা ও মেসার্স নূপুর ফিসের স্বত্তাধিকারী সম্পা মল্লিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত ৫০০ কেজি চিংড়ি নষ্ট করা হয়।

অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব কুমার দাশ। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ভিডিও দেখুন : 

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন