বাগেরহাটের মোরেলগঞ্জে পরীক্ষা চলাকালে মাইক বাজিয়ে সেতারা-আব্বাস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গরু-ছাগল বেচাকেনার হাট উদ্ধোধনের ৩ ঘন্টার পর ওই হাটটি ভেঙ্গে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২১ জুন) সকাল ১০টায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সেতারা-আব্বাস কলেজ মাঠে মোরেলগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা’র বসানো গরু-ছাগলের ওই হাটটি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক। উদ্ধোধনের পরপরই শুরু হয় গরু-ছাগল বেঁচাকেনা। পরীক্ষা চলাকালে মাইক বাজিয়ে গরু-ছাগলের হাটের উদ্বোধনে ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে সৃষ্টি হয় উত্তেজনা।
আওয়ামী লীগ নেতাদের এমন কর্মকান্ডে নিরূপায় কলেজ কর্তৃপক্ষ প্রতিকার চেয়ে বিষয়টি বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল রহমানকে জানান। উদ্বোধনের তিনঘন্টা পর জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে ওই গরু-ছাগলের হাটটি বন্ধ করে দেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান। কলেজ মাঠ থেকে বের করে দেয়া হয় বিক্রির জন্য আনা খামারী ও ব্যবসায়িদের সব গরু-ছাগল। জেলা প্রশাসকের নির্দেশে কলেজ মাঠে উদ্বোধনের তিনঘন্টার পর দুপর ১টায় গরু-ছাগলের হাটটি ভেঙ্গে দেয়ার পর উপজেলা আওয়ামী লীগের নেতারা এখন চুপসে গেছেন।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান সেতারা-আব্বাস টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে পরীক্ষা চলাকালে মাইক বাজিয়ে আওয়ামী লীগ নেতার গরু-ছাগল বেচাকেনার হাট উদ্বোধনের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসকের নির্দেশে ওই হাটটি বন্ধ করে দেয়া হয়েছে।
খুলনা গেজেট/কেডি