পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত এ পরোয়ানা জারি করে।
গত ৯ মে দেশজুড়ে দাঙ্গার ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার ইমরান খান ছাড়াও পিটিআইয়ের অন্যান্য কয়েকজন নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। খবর ডনের।
এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা মুহাম্মদ সেলিম আদালতের কাছে ইমরান খানসহ পিটিআইয়ের অন্যান্য নেতাদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির অনুরোধ জানান।
পুলিশের এই কর্মকর্তা বলেছেন, সন্দেহভাজন ব্যক্তিরা গ্রেফতারের ভয়ে আত্মগোপনে ছিলেন। তাদের জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন জানান তিনি।
পরে লাহোরের সন্ত্রাসবিরোধী আদালত ইমরান খানসহ তার দলের কয়েকজন নেতার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।
গত ৯ মে পাকিস্তানের বহুল আলোচিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতির মামলায় ইমরান খানকে গ্রেফতারের পর দেশজুড়ে সহিংসতা চালায় পিটিআইয়ের কর্মী-সমর্থকরা। পিটিআইয়ের সহিংসতায় দেশটিতে অন্তত ৮ জন নিহত ও ২০৯ জন আহত হন।
খুলনা গেজেট/এনএম