শনিবার । ২২শে নভেম্বর, ২০২৫ । ৭ই অগ্রহায়ণ, ১৪৩২

রূপসায় ক্লাস্টার চাষীদের প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক

সাসটেনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট এর আওতায় দক্ষিণ খাজাডাঙ্গা ক্লাস্টার চাষীদের এ্যাডভান্সড টেকনিক্যাল ট্রেইনিং শীর্ষক ক্লাস্টার চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এ
প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল এবং প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন রূপসা উপজেলা মৎস্য সিনিয়র অফিসার বাপি কুমার দাশ। এ প্রশিক্ষনে ক্লাস্টার ভিত্তিক গলদা চিংড়ি চাষের মাধ্যমে নিরাপদ উৎপাদন বৃদ্ধি, মৎস্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন, মৎস্য চাষীবৃন্দের জীবন মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন