সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে পাইকগাছায় মানববন্ধন

পাইকগাছা প্রতিনিধি

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবীতে পাইকগাছায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

“আসুন ধর্ষককে আমরা সামাজিকভাবে প্রতিহত করি, আমরাই বাংলাদেশ, আমরাই রুখব ধর্ষণ, হ্যাঙ দ্যা র‌্যাপিস্ট, স্টপ রেপ অব উইমেন  এ ধরণের বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লাকার্ড নিয়ে বিশ্ববিদ্যালয় ও কলেজ পড়ুয়া এলাকার শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণের চলমান ঘটনার প্রতিবাদ জানিয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের দাবী জানায়।

কর্মসূচিতে বক্তব্য রাখেন, প্রভাষক লুৎফা ইসলাম, শিক্ষক ইমরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগনেতা ফরহাদুজ্জামান তুষার, ছাত্রলীগনেতা ফাইমিন সরদার, রায়হান পারভেজ রনি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলফাতারা কাজল, ফারিহা জেবিন, মুসলিমা খাতুন পান্না, হাবিবা সুলতানা, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নানজীবা তাসনিম, কান্তা রায়, বৈশাখী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেতু, নর্দান ইউনিভার্সিটির ফারিন বুশরা, হোম ইকোনোমিক্স কলেজের শম্পা, বি.এল কলেজের নিলঞ্জনা সরদার, নাফিজ জুবায়ের, রইজ খান, হাফিজুল ইসলাম, রাশেদ হাসান, শাফিন, তাসিরুল, হাসিবুল হক, রইসুল ইসলাম, ফয়সাল, আশিকুজ্জামান, নাফিজা আনজুম হৃদি, শেখ সিনথিয়া ও সাদিয়া ইসলাম। কর্মসূচিতে অংশগ্রহণ করে একত্বতা পোষণ করে সামাজিক সংগঠণ জাগ্রত তরুন, আলমতলা যুব সংঘ ও এলসি এশিয়ান-১৯।

 

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন