বৃহস্পতিবার । ২০শে নভেম্বর, ২০২৫ । ৫ই অগ্রহায়ণ, ১৪৩২
ইমার্জিং এশিয়া কাপ

সৌম্যকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা বিসিবির

ক্রীড়া প্রতিবেদক

ইমার্জিং এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১৯ জুন) এক বিবৃতিতে সাইফ হাসানকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এই দলে জায়গা পেয়েছেন সৌম্য সরকার।

এবারের ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। বিসিবির ঘোষিত দলে আরও জায়গা পেয়ছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী শাহাদাত হোসেন দিপু, পারভেজ হোসেন ইমন ও মাহমুদুল হাসান জয়। এছাড়াও আছেন জাকির হাসান।

বাংলাদেশ দল: সাইফ হাসান (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সৌম্য সরকার, শেখ মেহেদী হাসান, রাকিবুল হাসান, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, নাঈম শেখ, আকবর আলী ও মুশফিক হাসান।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন