Edit Content
খুলনা, বাংলাদেশ
শুক্রবার । ২৫শে জুলাই, ২০২৫ । ১০ই শ্রাবণ, ১৪৩২

ই-পেপার

Edit Content

ঝিনাইদহে অবৈধভাবে পুকুর খনন করায় জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামে অবৈধভাবে রাতে পুকুর খনন করার অপরাধে আলমগীর জোয়ার্দ্দার (৪০) নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আলমগীর জোয়ার্দ্দার চাঁদপুর গ্রামের আসাদুর জোয়ার্দ্দারের ছেলে। রবিবার (১৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুস্মিতা সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর গ্রামে অবৈধভাবে পুকুর খনন করার অপরাধে অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর পনেরোর এক ধারায় আলমগীর জোয়ার্দ্দারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পুকুর খনন বন্ধ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেনসহ স্থানীয়রা।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন