মোবাইলে অ্যাপ ডাউনলোড করতে বলেছিলেন স্ত্রীকে। কিন্তু সেই অ্যাপ ডাউনলোড হতে দেরি হওয়ায় স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু করে দেন এক ব্যক্তি। বাবা-মায়ের ঝামেলা থামাতে তখন এগিয়ে আসেন ছেলে। রাগের বশে ছেলের বুকে ছুরি বসিয়ে দেওয়ার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ভয়ানক এই ঘটনাটি ঘটেছে দিল্লির মধুবিহার এলাকায়।
পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তের নাম অশোক সিংহ। তিনি সম্প্রতি একটি ফ্ল্যাট কিনেছেন। স্ত্রী, ছেলেকে নিয়ে সেই ফ্ল্যাটেই থাকতেন তিনি। অশোকের পুত্র আদিত্য পেশায় একজন ইঞ্জিনিয়ার। গুরুগ্রামে কর্মরত। আর গুরুগ্রামেই ফ্ল্যাট কেনেন অশোক। ফ্ল্যাটের কিস্তি দেওয়ার জন্য ফোনে একটি অ্যাপ ডাউনলোড করার কথা বলেন স্ত্রী মঞ্জু সিংহকে। খবর আনন্দবাজার।
অশোকের স্ত্রী তখন ফোনে অ্যাপটি ডাউনলোড করার চেষ্টা করেন। কিন্তু অ্যাপ ডাউনলোড হতে সময় নেওয়ায় মেজাজ হারিয়ে ফেলেন অশোক। স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা শুরু করেন তিনি। বিষয়টি শোনার পর ছেলে আদিত্য সেই ঝামেলা মেটাতে এগিয়ে আসেন। ফলে মেজাজ আরও চরমে ওঠে যায় অশোকের। তখন হাতের সামনে থাকা একটি ছুরি নিয়ে আদিত্যর বুকে ঢুকিয়ে দেন স্বয়ং বাবা।
জখম অবস্থায় আদিত্যকে লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ক্ষত বেশি গভীর না হওয়ায় বেঁচে গেছেন আদিত্য। পুলিশ জানিয়েছে, অশোকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আঘাতের মামলা করা হয়েছে।
খুলনা গেজেট/এসজেড