গত ১২ জুন মধ্যরাতে হঠাৎ অসুস্থ বোধ করলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। হাসপাতালে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর শনিবার (১৭ জুন) সন্ধ্যায় বাসায় ফেরার কথা রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর। আর তার বাসায় ফেরার খবরে গুলশানের বাসভবন ফিরোজার সামনে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা।
এদিকে খালেদা জিয়ার নিরাপত্তাকে কেন্দ্র করে বাসভবনের সামনের সড়কের দুই পাশে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ম্যাডাম খালেদা জিয়া নামটি নেতাকর্মীদের কাছে এক আবেগের প্রতীক। তিনি আমাদের মধ্যমণি। ওনার বাসায় আসার খবরে নেতাকর্মীরা ভিড় করবে, এটাই স্বাভাবিক।
ইতোমধ্যে খালেদা জিয়ার বাসভবনে এসেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ স্বনির্ভর সম্পাদক নিলুপার চৌধুরী মনি, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার প্রমুখ।
খুলনা গেজেট/কেডি