সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

ডুমুরিয়ায় আ’লীগ নেতা নুরুউদ্দিনের ১ম মৃত্যু বার্ষিকী

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বানিয়াখালী মাওলানা ভাসানি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নুরউদ্দিন আল মাসুদের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহসভাপতি মোস্তফা কামাল খোকন।

প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময়ে বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা এ্যাড রবীন্দ্রনাথ মন্ডল, শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দার, শেখ নাজিবুর রহমান নাজু, আলহাজ্ব শেখ হেফজুর রহমান, সরদার আবু সালেহ, শোভা রানী হালদার, অধ্যক্ষ নুরউদ্দিনের সহধর্মীনি অধ্যাপক তাসরিনা বেগম, ছেলে কৃষিবিদ তানজিল আল মাসুদ, জিএম ফারুক হোসেন, গোপাল চন্দ্র দে, আবু বক্কার খান, মোল্যা জাহিদুল ইসলাম, জামিল খান, সরদার আব্দুল গণি, শেখ নুরুল ইসলাম, অধ্যাঃ বিষ্ণুপদ মল্লিক, মোল্যা সোহেল, এসএম জাহাঙ্গীর আলম, আছফার হোসেন জোয়াদ্দার, প্রভাষক গোবিন্দ ঘোষ, মাহফুজুর রহমান সোহাগ, বিধান চন্দ্র রায়, রেজাউল ইসলাম রেজা, রাফেল হোসেন বাবু, কবিরুল আলম মনা, ওবায়দুল ইসলাম, মাসুদ রানা নান্টু, মেহেদী হাসান রাজা, খান আবুল বাশার, শেখ মাসুদ রানা, সরদার আঃ হামিদ, শেখ জাকির হোসাইন, আবু দাউদ প্রমুখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা হারুনার রশিদ।

 

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন