সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মোরেলগঞ্জে সিসি ক্যামেরায় ধরা পড়লো যুবকের আত্মহত্যার দৃশ্য

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে এক যুবকের অবিশ্বাস্য ধরণের আত্মহত্যার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। পাতাবাড়িয়া গ্রামের প্রবাসি আল আমিন খানের ছেলে মুন্না খান (১৯) শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে নিজের হাত, পা ও মুখ নিজে বেঁধে একটি করাত কলের মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

করাত কলের মধ্যে বসানো সিসি ক্যামেরায় মুন্নার আত্মহত্যার দৃশ্য রেকর্ড হয়ে যায়। রাত ৯ টার দিকে খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুন্নার ঝুলন্ত মরদেহ নামায়। ওই সময় সেখানে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মুন্না একাকি নিজের হাত, পা বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আড়ার সাথে ঝুলে পড়ে।

এ বিষয়ে মুন্নার মা মঞ্জু বেগম বলেন, সে শিউলি বেগমের করাত কলে চাকুরি করতো। প্রেম ঘটিত কারণে আত্মহত্যা ঘটতে পারে বলে তাদের ধারণা।

থানার ওসি মো. সাইদুর বলেন, মুন্নার আত্মহত্যার দৃশ্য সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তাই এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। শনিবার বেলা ৮টার দিকে তার মরদেহের পোস্ট মর্টেম করাতে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন