৫৩৮ জন হজযাত্রীর টাকা নিয়ে একটি হজ এজেন্সি উধাও হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (১৪ জুন) দুপুরে রাজধানীর শ্যামপুর থানা এলাকার জুরাইনে অবস্থিত ওই এজেন্সিতে এসে বিক্ষোভ করেছেন ভুক্তভোগী সাধারণ হজযাত্রীরা।
খবর পেয়ে শ্যামপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, একটি হজ এজেন্সি ৫৩৮ জনের টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়। ভুক্তভোগীরা এজেন্সিতে এসে বিক্ষোভ করছেন এমন খবর পেয়ে থানা পুলিশের দুটি টিম ঘটনাস্থলে গেছে। তবে এখনও পর্যন্ত লিখিত কোনো অভিযোগ আমরা পাইনি।
ভুক্তভোগীদের বরাতে ওসি নজরুল ইসলাম বলেন, পাঁচ শতাধিক হজযাত্রীর কাছ থেকে টাকা নিলেও মাত্র কয়েকজনের ভিসা করে দিয়েছে এজেন্সিটি। সাধারণ হজযাত্রীরা অনেক আশা নিয়ে এই প্রতিষ্ঠানের কাছে টাকা দেন। তারা যদি প্রতারিত হয়ে থাকেন, তাহলে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেবো।
এজেন্সিটির মূল মালিক পলাতক রয়েছেন। তবে সংশ্লিষ্ট কয়েকজনকে পাওয়া গেছে এবং তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
খুলনা গেজেট/এসজেড