জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইনে আগামী ১৮ জুন গোপালগঞ্জে ৫ বছরের কম বয়সের ১ লাখ ৯০ হাজার ৩১৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে স্বাস্থ্য বিভাগ।
আজ বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকদের সমন্বয়ে সিভিল সার্জন ডা: নিয়াজ মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সাকিবুর রহমান, ডাঃ সাদ মাহমুদ জয়, ডা: দিবাকর রায়, পরিসংখ্যানবিদ মো: মনিরুল ইসলাম. সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস এম হুমায়ুন কবীর বক্তব্য রাখেন।
এ সময় সভায় সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ জানান, আগামী ১৮ জুন জেলার ৫ বছরের নিচের বয়সের ১ লাখ ৯০ হাজার ৩১৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ০৬-১১ মাস বয়সের ২৭ হাজার ৩৩৮ জন শিশুকে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের ১ লাখ ৬২ হাজার ৯৭৫ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এ ক্যাম্পেইন সফল করার জন্য ৬৯ টি ইউনিয়ন, ২০৭টি ওয়ার্ড এবং ১৫টি পৌর ওয়ার্ডের জন্য ১ হাজার ৭১৬টি কেন্দ্রে ২১৬ জন তত্ত্ববধায়কের নেতৃত্বে ৬৩৯ জন মাঠ কর্মী ও ৩ হাজার ৪৩২ জন স্বেচ্ছাসেবীরা এ ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন।
খুলনা গেজেট/এনএম