বাগেরহাটের মোরেলগঞ্জে নিজ ঘরে পুড়ে নিহত হয়েছেন আলী আকবর ফরাজী (৭০) নামে এক বৃদ্ধ। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বহরবুনিয়া ইউনিয়নের পূর্ব বহরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আলী আকবর ফরাজী ওই গ্রামের মৃত. হরমুজ আলী ফরাজীর ছেলে। ঘটনার রাতে টিনশেড পাকা ভবনের ওই বসত ঘরে তিনি একা থাকতেন।
বৃদ্ধ আলী আকবরের ছোট ভাই মন্নান ফরাজী বলেন, আলী আকবর দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বাড়িতে একা থাকতেন। তার ৩ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। তবে তারা কেউ বাড়ি থাকে না। তার স্ত্রী জাহানারা বেগম ৩ বছর পূর্বে মারা গেছেন। ছেলে মিন্টু ফরাজী চট্টগ্রামে দিনমজুরের কাজ করে। রাত আড়াইটার দিকে হঠাৎ প্রতিবেশীরা তার ঘরে আগুন জলতে দেখে সকলে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে আলী আকবর ফরাজীর গোটা শরীর পুড়ে সে মারা যায়।
এদিকে স্থানীয়রা বলেন, বৃদ্ধ আলী আকবর ফরাজীর ১০ কাটার বসতবাড়ি ও বিলীন জমি সব টুকু সেজো মেয়ে জামাই কিছুদিন পূর্বে চিকিৎসা করানোর কথা বলে লিখে নেয়। তার ভরণ পোষণ প্রতিবেশীরা বহন করতেন।
এ সর্ম্পকে বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান মো. রিপন হোসেন তালুকদার বলেন, তাৎক্ষনিক স্থানীয়দের কাছে বিষয়টি শুনে রবিবার সকালে ঘটনাস্থলে ছুটে যাই এবং থানায় অবহিত করি।
এ বিষয়ে মোরেলগঞ্জে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পুড়ে যাওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যূ মামলা দায়ের হয়েছে।
খুলনা গেজেট/এনএম