খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশের মতো তরুণ নেতৃত্বকে সামনে রেখে এগিয়ে যেতে হবে, আর্থিক ও শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর আহবান: ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ড. ইউনূস
  সুইজারল্যান্ডে জাতিসংঘ মহাসচিবের সাথে ড. ইউনূসের সাক্ষাৎ

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে কোনো আপোষ নেই : ফখরুল

গেজেট ডেস্ক

তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে এবার কোনো আপোষ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে নির্বাচনের আগে শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে হবে। দেশ বাঁচাতে আন্দোলনের বিকল্প নেই, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে।

মহানগর গঠনের ১৩ বছর পর আজ রোববার (১১ জুন) দুপুরে গাজীপুরে প্রথম বারের মতো বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন মির্জা ফখরুল।

শহরের টেকনগপাড়া এলাকায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সমবেত হন ৫৭ ওয়ার্ডের নেতারা। সেখানে বিএনপির মহাসচিব নেতাকর্মীদের নানা দিকনির্দেশ দেন। বলেন, ‘যেকোন মূল্যে এবার কারচুপির ভোট প্রতিহত করতে হবে।’

সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, ‘নিরপেক্ষ নির্বাচন হলে তারা দশটি আসনও পাবে না।’

পরে শওকত হোসেন সরকারকে সভাপতি ও এম মঞ্জুরুল করিম রনিকে সাধারণ সম্পাদক করে গাজীপুর মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!