সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

রামপালে গৃহবধূকে মারপিটের ঘটনায় অভিযুক্ত মনি গ্রেপ্তার

রামপাল প্রতিনিধি

রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাশিদা খাতুন (৩৪) নামের এক গৃহবধূকে মারপিটের ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার (৯ জুন) রাতে মামলাটি করেছেন ভুক্তভোগী গৃহবধূ রাশিদা খাতুন। ওই রাতেই রামপাল থানা পু্লিশ অভিযান চালিয়ে সুন্দরবনের আত্মসমার্পণকৃত বনদস্যু মনি গাজী (৪০) কে গ্রেপ্তার করেছে।

মনি গাজী উপজেলার কৈগরদাসকাটি চর এলাকার মৃত আনার গাজীর পুত্র।

এজাহার সূত্রে জানা গেছে, গত ২২ মে সোমবার বেলা ১২ টার সময় ওই গৃহবধূ রাশিদা সাইক্লোন শেল্টারের পূর্ব পাশের একটি দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় বনদস্যু মনি গাজী ও তার সহযোগীরা মারপিট করে গুরুতর আহত করে। আহত রাশিদাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম জানান, মামলা করার পর পরই প্রধান আসামী মনি গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে বাগেরহাটের আদালতে পাঠানো হয়েছে। অপর আসামীদের ধরার চেষ্টা চলছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন