বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে। বুধবার রাতে তারা ইউক্রেনকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে। এমন জয়ে জোড়া গোল করেছেন অলিভার জিরোড। তিনি ম্যাচের ২৩ ও ৩৩ মিনিটে গোল দুটি করেন।
এ ছাড়া গোল করেছেন ইডুয়ার্ডো কামাভিনগা (৯ মি.), কোরেনটিন তোলিসো (৬৫ মি.), কালিয়ান এমবাপে (৮২ মি.) ও আঁতোয়ান গ্রিজমান (৮৯ মি.)। ৫৩ মিনিটে ইউক্রেনের হয়ে ভিক্টোর সিগানকোভ একটি গোল শোধ দেন। ভিতালি মায়কোলেনকো ৩৯ মিনিটে একটি আত্মঘাতী গোল উপহার দেন ফ্রান্সকে।
এই ম্যাচে জোড়া গোল করার মধ্য দিয়ে অলিভার জিরোড ফ্রান্সের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসন দখল করেছেন। জাতীয় দলের জার্সি গায়ে তার গোল সংখা এখন ৪২। এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন কিংবদন্তি মিশেল প্লাতিনিকে। যিনি ১৯৭৬ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ফ্রান্সের হয়ে ৭২ ম্যাচ খেলে ৪১ গোল করেছিলেন। এই ম্যাচটি জাতীয় দলের হয়ে জিরোডের শততম ম্যাচ ছিল।
খুলনা গেজেট/এএমআর