গোপালগঞ্জে খেলার সময়ে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু হয়েছে। বুধবার গোপালগঞ্জ শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে খেলার সময়ে তার মৃত্যু হয়। মৃত ক্রিকেটার হলেন, টাঙ্গাইলের ভূয়াপুর উপজেলার নিকলাকোদিন গ্রামের ইমাম আলির ছেলে তামজিদ আহমেদ। তিনি ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলোয়াড়।
বুধবার(৩১ মে)দুপুরে গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে খেলার সময় হঠাৎ করে বৃষ্টি ও বজ্রপাত হলে সে মারাত্মক আহত হয়। আহত অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই টিমের সহকারী কোচ রাশেদুল ইসলাম জানান, গোপালগঞ্জ জেলা শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে তিন দিনের একটি প্রিতি ম্যাচের দ্বিতীয় দিনে গোপালগঞ্জ আবাহনি ক্রিকেট একাডেমির সাথে তার দল ঢাকার ধানমন্ডির ফ্রেন্ডস ক্রিকেট একাডেমির খেলা চলছিল। হঠাৎ বৃষ্টির সাথে বজ্রপাত হলে তামজিদ গুরুতর আহত হয়।
এ ঘটনার পর পরই গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, অতিনরক্ত জেলা প্রশাসক(সার্বিক) শেখ জোবায়ের আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন সহ ক্রিড়াঙ্গনের লোকজন হাসপাতালে ছুটে যান।
খুলনা গেজেট/ এসজেড