খুলনা, বাংলাদেশ | ১৫ কার্তিক, ১৪৩১ | ৩১ অক্টোবর, ২০২৪

Breaking News

  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৫৪
  দ্রুতই সিটি করপোরেশন, জেলা-উপজেলা পরিষদ ও পৌরসভায় স্থায়ীভাবে প্রশাসক নিয়োগ দেওয়া হবে : স্থানীয় সরকার উপদেষ্টা

কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের মিশনে রাতে মাঠে নামছে ব্রাজিল

ক্রীড়া প্রতিবেদক

আর্জেন্টিনায় চলছে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের আসর। ডি গ্রুপ থেকে এক ম্যাচে হার ও দুটিতে জয়লাভ করে গোল ব্যবধানে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোতে উঠেছে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের যুব চ্যাম্পিয়ন ব্রাজিল।

বুধবার (৩১ মে) রাতে কোয়ার্টার নিশ্চিতের মিশনে তিউনিশিয়ার মুখোমুখি হবে নেইমার-ভিনিসিয়ুদের উত্তরসূরীরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচটি সরাসরি অনলাইনে দেখার ব্যবস্থা রেখেছে ফিফা প্লাস। ম্যাচ শুরু হলে এই লিঙ্কে ক্লিক করে উপভোগ করা যাবে যুবাদের এই লড়াই। এছাড়া ভারতের সনি টেন৩ এইচডি (SONY TEN 3HD), সনি লাইভ(Sony LIV)ও ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে।

নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ৩-২ গোলে হেরেছিল নেইমার-ভিনিসিয়ুদের উত্তরসূরীরা। তবে দ্বিতীয় ম্যাচে ডমিনিকা রিপাবলিককে গুনে গুনে ৬-০ গোলে হারায় তারা। আর শেষ ম্যাচে নাইজেরিয়াকে ২-০ গোলে পরাজিত করে। গ্রুপ পর্বের তিন ম্যাচে ব্রাজিল ১১ গোল করে খেয়েছে ২টি গোল।

৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ ডি থেকে ব্রাজিল এবং ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে ইতালি শেষ ষোলো নিশ্চিত করেছে। তবে গোল গড়ে এগিয়ে থেকে পয়েন্ট সমান হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ফুটবলপ্রেমিদের সবার আগ্রহে শেষ ষোলোতে কারা হয়েছে ব্রাজিল জুনিয়রদের প্রতিপক্ষ।

শেষ ষোলোর ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে তিউনিসিয়া যুবাদের। ম্যাচটি আগামীকাল মঙ্গলবার (৩১ মে) এস্তাদিও ক্লাউডেড দ্য প্লাটাতে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে।

নাইজেরিয়া গ্রুপ ই থেকে তৃতীয় দল হিসেবে শেষ ষোলোতে জায়গা করে নেয়। নিজেদের তিন ম্যাচে তিউনিসিয়া একটিতে জয় ও দুটিতে হার দেখেছে।

উল্লেখ্য, এবারের বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি আর্জেন্টিনা। ইন্দোনেশিয়া থেকে ভেন্যু পরিবর্তন হয়ে আর্জেন্টিনায় আসায় আয়োজক হিসেবে বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পায় দলটি। যদিও টুর্নামেন্টটির সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড (৬ বার) আর্জেন্টিনার দখলে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!