খুলনার দাকোপে নলিয়ানে শিবসা নদীর তীর থেকে জেলেদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া ২৩ বস্তা চালসহ ৩ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে চালসহ তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ট্রলার মালিক আছাবুর রহমান, ট্রলার শ্রমিক জাহাঙ্গীর ও উজ্জ্বল গাজী।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সুতারখালী ইউনিয়নে জেলেদের মাঝে বিতরণের জন্য বরাদ্দ দেওয়া ২৩ বস্তা চাল স্হানীয় ট্রলার যোগে বিক্রি করার উদ্দেশ্য মঙ্গলবার দিবাগত গভীর রাতে আছাবুর রহমানের ট্রলার যোগে জাহাঙ্গীর ও উজ্জ্বল গাজী নামে ট্রলার কর্মচারীর সহায়তায় চাল বিক্রি করার জন্য রওনা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত গভীর রাতে দাকোপ থানা পুলিশের একটি চৌকুস দল অভিযান চালিয়ে নলিয়ান কোষ্টগার্ড অফিসের দক্ষিণ পার্শ্বে গোলাপ সরদারের ঘেরের বাহিরে শিবসা নদীর তীরে ২৩ বস্তা সরকারি চালসহ হাতেনাতে ট্রলার মালিক আছাবুর, জাহাঙ্গীর এবং উজ্জ্বলকে আটক করে দাকোপ থানার পুলিশ।
এ বিষয়ে স্হানীয়রা বলেন, এ চাল সংশ্লিষ্ট ইউপি সদস্য জাহিদ মেম্বারের। তবে এ ব্যাপারে জাহিদ মেম্বার এর কাছে জানতে চাইলে তিনি বললেন চালের বিষয় আমি কিছুই জানি না। আমার প্রতিপক্ষরা আমার মানসম্মান ক্ষুন্ন করার জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।
দাকোপ থানার এ এস আই ইমাম আলী বলেন, সুতারখালী ইউনিয়নের জেলেদের মাঝে বিতরণের জন্য চালগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু ট্রলার মালিক ও শ্রমিকরা চাল নিয়ে অন্যত্র বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। চালসহ ৩ জনকে আটকের পর মূল মালিককে খোঁজ করা হচ্ছে।
খুলনা গেজেট/এইচ