শুক্রবার । ৩রা অক্টোবর, ২০২৫ । ১৮ই আশ্বিন, ১৪৩২

আন্তর্জাতিক ম্যাচের জন্য টাইগারদের জানুয়ারি পর্যন্ত অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ায় এ বছর টাইগারদের সামনে আর আন্তর্জাতিক সিরিজ নেই। ফের খেলতে নামতে আগামী জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে তামিম-মুশফিকদের। ২০২১ সালের শুরুতে তিন সংস্করণে খেলতে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরে আসার কথা।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সাংবাদিকদের জানিয়েছেন, আন্তর্জাতিক ম্যাচ ছাড়াই ২০২০ সাল শেষ করবে বাংলাদেশ ক্রিকেট দল।

তিনি বলেন, ‘এ বছর আমাদের আর কোনো আন্তর্জাতিক সূচি নেই। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসবে। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। ডিসেম্বরে একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করতে আগ্রহী আমরা।’

শ্রীলঙ্কা সফর এ বছর না হওয়ায় আগামী ডিসেম্বরে দুবাইয়ে চার দলের একটি টুর্নামেন্টে খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল আয়ারল্যান্ড। তবে সেই প্রস্তাবে রাজি হয়নি বিসিবি। সহযোগী দেশগুলোর সঙ্গে খেলার চেয়ে ওই সময় ঘরোয়া ক্রিকেটকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করছে বিসিবি।

অদূর ভবিষ্যতে আন্তর্জাতিক সূচি না থাকলেও অনুশীলন ক্যাম্প চলছে টাইগারদের। আগামী ১১ অক্টোবর থেকে তিন দলের একটি ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে।

নভেম্বর-ডিসেম্বরে হতে পারে ঘরোয়া টি-টুয়েন্টি আসর। ওই টুর্নামেন্ট দিয়েই এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরবেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

এ বছরের মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। তারপর করোনাভাইরাস এর প্রাদুর্ভাবে স্থগিত হয় একের পর এক সিরিজ।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন