চট্টগ্রামে মশার কয়েল থেকে লাগা আগুনে একই পরিবারের দগ্ধ চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দগ্ধ অবস্থায় ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাদের মৃত্যু হয়।
প্রাণ হারানো তিনজন হলেন পূর্ব সৈয়দ পাড়ার দেলোয়ার কোম্পানি বাড়ি এলাকার মানিক মিয়ার স্ত্রী ৩০ বছর বয়সী নূর নাহার বেগম, তার দুই শিশু সন্তান ৩ বছর বয়সী ফারিয়া এবং ১ বছর বয়সী মারুফ।
বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা কামরুজ্জামান বলেন, ‘আমরা খবর পেয়ে আমাদের পিকআপ ও অগ্নি নির্বাপনের জন্য পানির গাড়ি নিয়ে গিয়েছিলাম। কিন্তু ঘটনাস্থলের সড়ক সরু হওয়ায় সেখানে পানির গাড়ি ঢুকেনি। তাই অগ্নি নির্বাপনে দেরি হয়েছে৷ রোববার ভোর পৌনে ছয়টার দিকে আগুন নেভানো হয়।’
তিনি আরও বলেন, ‘শুরুতে সিলিন্ডার বিস্ফোরণের কথা বলা হলেও আমরা ঘটনাস্থলে দুটো সিলিন্ডার অক্ষত পেয়েছি। মূলত মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।’
বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা কামরুজ্জামান জানান, ওই টিনশেড বাড়ির ৬টি কক্ষ। সেখানে মানিক স্ত্রী সন্তানদের নিয়ে ঘর জামাই থাকেন। এক কক্ষে মা ও দুই সন্তানসহ ছিলেন। তারা দগ্ধ হয়েছেন। পাশের কক্ষে থাকা ভাইও কিছুটা দগ্ধ হয়েছেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, রোববার ভোর পৌনে ছয়টার দিকে দগ্ধ অবস্থায় একই পরিবারের চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি দিয়েছিলেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মা ও দুই শিশুর মৃত্যু হয়েছে। অন্যজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিবেশী মো. আজিজ চৌধুরী বলেন, ‘আমি ভোর চারটার দিকে শোরগোল শুনে ঘুম থেকে জেগে উঠি৷ দেখি একটি সেমি পাকা ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। তখনই কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিল। এরপর কী হয়েছে জানি না।’
তবে কোনো বিস্ফোরণের শব্দ শুনেননি বলে জানান তিনি।
খুলনা গেজেট/এনএম