সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মোংলায় বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ১

নিজস্ব প্রতিবেদক ও রামপাল প্রতিনিধি

মোংলায় বজ্রপাতে যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা অপর যুবক গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে ‍উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বালুর মাঠের বিপরীতে এ ঘটনাটি ঘটে।

বজ্রপাতের ঘটনায় নিহত যুবক হলেন, এনামুল শেখ ও আহত মিলন শেখ।

মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামছুদ্দীন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত এনামুল ও মিলন শেখ দু’জনই শ্রমিক হিসেবে কাজ করেন। তারা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দিগরাজ বালুর মাঠ মেঘনা সিমেন্ট ফ্যাক্টরীর বিপরীত একটি গ্রামে বালু ভারাটের কাজ করছিলেন। বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা ড্রেজার মেশিন বন্ধ করে নিরাপদ স্থানে আসাছিলেন। কিন্তু ফেরার পথে বজ্রাঘাতে এনামুল শেখ ও মিলন শেখ নামে দু’ শ্রমিক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয়রা দিগরাজ বাজারের বেসরকারি চপলা রহিমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মিলন শেখ চিকিৎসাধীন রয়েছেন। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি আরও জানিয়েছেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন