সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

খুলনায় মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার ও প্রত্যাবাসনে হটলাইন

নিজস্ব প্রতিবেদক

খুলনায় মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার ও প্রত্যাবাসনে হটলাইন খোলা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে খুলনা জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, করোনাভাইরাস প্রাদুর্ভাবকালে আর্থিক অসহায়ত্বের সুযোগ নিয়ে পরিচিতি বা অপরিচিত জনের মাধ্যমে বিদেশে চাকুরির মিথ্যা প্রলোভন আসতে পারে। মানব পাচারকারীরা বিভিন্ন কৌশলে মানুষকে প্রতারিত করে। এজন্য বিদেশে বিয়ে, ভ্রমণ এবং দেশের বাইরে কাজের প্রস্তাব পেলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করে সংশ্লিষ্ট বিষয়ে নিশ্চিত হতে হবে।

পাচারের শিকার ব্যক্তিদের উদ্ধার ও প্রত্যাবাসনে হটলাইন নম্বর- ০১৩০৯০০৭৪৪৯ অথবা ০১৭৫৫৬৯৮৭৫৫ এ যোগাযোগ করা যেতে পারে।

 

খুলনা গেজেট / এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন