খুলনা, বাংলাদেশ | ৯ মাঘ, ১৪৩১ | ২৩ জানুয়ারি, ২০২৫

Breaking News

  গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন বিস্ফোরক আইনের মামলায় জামিন পাওয়া বিডিআর সদস্যরা
  ৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ভিসা জটিলতায় ফ্লাইট মিস, ১৪০ হজযাত্রীর সৌদি যাওয়া নিয়ে অনিশ্চয়তা

গেজেট ডেস্ক

ভিসা জটিলতায় সময়মতো ফ্লাইট ধরতে পারেননি ১৪০ জন হজযাত্রী। তাঁরা কখন ও কোন ফ্লাইটে সৌদি আরব যেতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। হজ ক্যাম্পের পরিচালক সাইফুল ইসলাম বলছেন, সবাইকে দ্রুত সৌদি আরব পাঠানোর চেষ্টা করা হচ্ছে। সন্ধ্যা পৌনে সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফ্লাইট ধরতে না পারা ১৪০ জন যাত্রী কেউই সৌদি আরবের উদ্দেশে রওনা দিতে পারেননি।

অনিশ্চয়তায় পড়া একাধিক হজযাত্রী জানিয়েছেন, রোববার বেলা ২টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তাঁদের সৌদি আরবের জেদ্দা যাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে তাঁরা জানতে পারেন, ভিসা হয়নি। এমন অবস্থায় তাঁদের না নিয়েই নির্ধারিত ফ্লাইট ঢাকা থেকে ছেড়ে যায়।

যাত্রীদের একজন গাজিউর রহমান  বলেন, হজ এজেন্সি জান্নাত ট্রাভেলসের মাধ্যমে তাঁদের সৌদি আরব যাওয়ার কথা ছিল। কারিগরি ত্রুটির কারণে সময়মতো ভিসা হয়নি বলে এজেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে।

হজ ক্যাম্পের পরিচালক (যুগ্ম সচিব) সাইফুল ইসলামের কক্ষে গিয়ে দেখা যায়, সময়মতো ফ্লাইট ধরতে পারেননি এমন হজযাত্রীদের পক্ষে প্রতিনিধি হিসেবে কয়েকজন তাঁর সঙ্গে কথা বলছেন। এ সময় সাইফুল ইসলাম মুঠোফোনে জান্নাত ট্রাভেলসের প্রতিনিধির সঙ্গে কথা বলেন।

সাইফুল ইসলাম জানান, সন্ধ্যা ৬টা নাগাদ ১৩৬ জনের ভিসা হয়েছে, বাকি ব্যক্তিদেরও হয়ে যাবে। কেন তাঁরা সময়মতো ভিসা পেলেন না জানতে চাইলে এ কর্মকর্তা বলেন, কারিগরি ত্রুটির কারণে এমনটি হতে পারে। যারা ফ্লাইট ধরতে পারেননি, তাঁদের সবাইকে  সৌদি আরব পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

এ সময় ওই কক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। তিনি জানান, ১৪০টি আসন ফাঁকা রেখে নির্ধারিত ফ্লাইট চলে গেছে। এখন সবাইকে একটি ফ্লাইটের মাধ্যমে পাঠানো সম্ভব নয়। বিমানের শিডিউল ফ্লাইট হয়ে মদিনা পর্যন্ত যাওয়ার সুযোগ আছে। তবে সবাইকে একসঙ্গে পাঠানো যাবে না। এ জন্য যাত্রীপ্রতি অতিরিক্ত ৪০০ ডলার করে খরচ দিতে হবে।

 

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!