সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মোরেলগঞ্জে দুর্বৃত্তের হামলায় পুরোহিত আহত

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্বৃত্তের হামলায় পুরোহিত আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২টার দিকে কিচমত বৌলপুর গ্রামের বাসিন্দা ঢাকার মিরপুর কেন্দ্রীয় মন্দিরের পুরহিত পন্ডিত উজ্জ্বল কুমার মজুমদার (৫০) বাড়িতে গেলে সেখানে গিয়ে তাকে মারপিট করা হয়।

প্রতিবেশিরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত আড়াইটায় পার্শ্ববর্তী পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন। স্ত্রী নিপা চক্রবর্তীর সাথে দীর্ঘদিন ধরে সম্পর্কের অবনতি ও স্থানীয়দের সাথে বিরোধের কারণে এ হামলার ঘটনা ঘটেছে বলে পুরোহিত উজ্জ্বল জানিয়েছেন। খবর পেয়ে হোগলাপাশা ইউনিয়ন চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন রবিবার দুপুরে তাকে পিরোজপুর হাসপাতালে দেখতে যান।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, পারিবারিক কলহের কারনে পুরোহিতের ওপর হামলা হয়েছে বলে চেয়ারম্যানের মাধ্যমে শুনেছি। কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেনি।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন