নির্বাচনে বিজয়ী হওয়ার এক সপ্তাহ পরই সভায় বসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটি। রোববার বেলা আড়াইটায় নতুন কমিটির প্রথম সভা আহ্বান করেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘এ সভায় নির্বাচনের ফলাফল, এজিএম পর্যালোচনা, নির্বাচিতদের পরস্পরের সঙ্গে পরিচিত হওয়া- এসব আছে এজেন্ডায়।’
প্রথম সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও ঠিক করা হতে পারে। বাফুফের স্ট্যান্ডিং কমিটিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ও আলোচিত হচ্ছে- প্রফেশনাল লিগ কমিটি, ন্যাশনাল টিমস কমিটি ও ডেভেলপমেন্ট কমিটি।
দীর্ঘদিন ধরে প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছেন সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী এবং ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ। দু’জনই এবার আগের পদে বিজয়ী হয়েছেন। নাটকীয় কিছু না হলে এই দুটি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে পরিবর্তনের সম্ভাবনা নেই।
বিদায়ী কমিটির সহ-সভাপতি বাদল রায় প্রথমে ছিলেন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। তিনি অসুস্থ হওয়ার পর এ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং সভাপতি কাজী মো. সালাউদ্দিন। এবার তিনি এ দায়িত্ব পালন করছেন না। প্রথমবারের মতো সহ-সভাপতি নির্বাচিত হওয়া তমা গ্রুপের চেয়ারম্যান আতাউর রহমান মানিকের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা বেশি।
খুলনা গেজেট/এএমআর