বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই আজ

নিজস্ব প্রতিবেদক

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম আজ বৃহস্পতিবার নগরীর নূরনগর নির্বাচন অফিসের চতুর্থ তলায় অনুষ্ঠিত হবে।

কেসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টায় ৭ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হবে। এর পর্যায়ক্রমে ১টি সংরক্ষিত ও ৩টি সাধারণ ওয়ার্ড করে ১০ বারে বিকাল ৪টা পর্যন্ত সব প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হবে।

প্রসঙ্গত, আগামী ১২ জুন কেসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বছর মেয়র পদে ৭ জন, ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ১৪৯ জন এবং সংরক্ষিত ১০টি ওয়ার্ডে ৩৯ জন প্রার্থী হয়েছেন।

খুলনা গেজেট/এইচ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন