২০২২-২৩ অর্থ-বছরের শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো: মোছাদ্দেক হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহন কুমার ঘোষ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো: মোছাদ্দেক হোসেন বলেন, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খুলনা অঞ্চল খুলনা থেকে কাজের স্বীকৃতি স্বরুপ ২০২২-২৩ অর্থবছরে শুদ্ধাচার পুরস্কারের মনোনয়ন পেয়েছি। যেকোনো পুরস্কার বা কাজের স্বীকৃতি কর্মস্পৃহা বহুগুণ বাড়িয়ে দেয়। এ জন্য সকল শুভাকাঙ্খী, সিনিয়র, জুনিয়র, কলিগ, কৃষক ভাইবোন যারা কাছে থেকে সহযোগিতা করেছেন, উৎসাহ প্রদান করেছেন সকলকে ধন্যবাদ। সকলে দোয়া করবেন আগামীতেও যেন আপনাদের পাশে থেকে আরও ভালো কাজ করতে পারি।
অফিস আদেশে বলা হয়, “শুদ্ধাচার পুরষ্কার প্রদান (সংশোধন) নীতিমালা, ২০২১” এর ৩.৪ অনুচ্ছেদের নির্দেশনা অনুযায়ী কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ের আঞ্চলিক কার্যালয়/ জেলা কার্যালয়/ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট/ কোয়ারেন্টাইন সেন্টার/ হর্টিকালচার সেন্টারসমূহের কর্মরত ৩-৯ গ্রেডভূক্ত কর্মকর্তা হিসেবে খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো: মোছাদ্দেক হোসেনকে ২০২২-২৩ অর্থ-বছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান করা হলো।
খুলনা গেজেট/এমএম