দেশের জনগন অবৈধ সরকারকে বিদায় করতে চূড়ান্ত আঘাত করার জন্য প্রস্তুত উল্লেখ করে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেছেন, সারা দেশের মানুষ উত্তাল হয়ে উঠেছে। জনগণের আক্রোশ থেকে এই সরকার আর রেহাই পাবে না। রাজপথ এখন বিএনপির দখলে। আওয়ামী লীগ যতই গর্জন করুক, কোনো লাভ হবে না। এবার তাদের পতন নিশ্চিত। নেতাকর্মীরা রাজপথে নেমেছে। তিনি বলেন আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের
নেতৃত্বে এই ভয়াবহ দানব সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার, একটা দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।
সোমবার (১৫ মে) বিকাল ৪টায় স্থানীয় মিরেরডাঙ্গা ক্রীড়া চক্র মিলনায়তনে খানজাহান আলী থানা বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামীম আরো বলেন চারদিকে সরকারের বিদায়ধ্বনি শোনা যাচ্ছে। ঐক্যবদ্ধভাবে রাজপথে চলমান আন্দোলনকে বেগবান করে অবৈধ সরকারকে বিদায় করতে হবে। সে জন্য সবাইকে সকল দ্বিধাদ্ব›দ্ধ ভুলে গিয়ে কাজ করতে হবে।
থানা সাংগঠনিক টীম প্রধান মাসুদ পারভেজ বাবুর সভাপতিত্বে কর্মীসভার উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন। সভায় বক্তব্য
রাখেন কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক স ম আ. রহমান, সৈয়দা রেহেনা ঈসা, অ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ
সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, আবু মুরশিদ কামাল, কে এম হুমায়ূন কবির, শেখ ইমাম হোসেন, মোল্লা ফরিদ আহমেদ, আব্দুস সালাম, আলমগীর হোসেন, মিজানুর রহমান মিলটন, মুজিবর রহমান, শফিকুল ইসলাম শফি, এমদাদ হোসেন,
ইঞ্জি. নুরুল ইসলাম বাচ্চু, শফিকুল ইসলাম শাহিন প্রমুখ।
দ্বিতীয় পর্বে বিকাল সাড়ে ৫টায় নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসার সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়। যোগিপোল, আটরা গিলাতলা ইউনিয়ন ও কেসিসির ২ ওয়ার্ডের ৯৩ জন কাউন্সিলরের ভোট শুরু হয়। আহবায়ক পদে কাজী মিজানুর রহমান ও সদস্য সচিব পদে আবু সাঈদ হাওলাদার আব্বাস ছাড়া অন্য কোন প্রার্থী অংশগ্রহণ না করায় তাদের দুইজনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্য এড. নুরুল হাসান রুবা, মিজানুর রহমান মিলটন, জাকির ইকবাল বাপ্পি, শরিফুল ইসলাম টিপু, শাহানাজ সরোয়ার, আসাদুজ্জামান হারুন এ সময় উপস্থিত ছিলেন।
খুলনা গেজেট/কেডি