সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

বন্ধুর স্ত্রী ছিনতাই করতে গিয়ে ৪ কিশোর আটক

মোরেলগঞ্জ প্রতিনিধি

বন্ধুর স্ত্রীকে ছিনতাই করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে ৪ কিশোর। সোমবার বেলা ২টার দিকে তাদের মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।
আটক হওয়া কিশোররা হলো, রামপাল উপজেলার আদাঘাটা গ্রামের সাগর শেখের ছেলে সাওন রহমান সান (১৮), জাহিদ সানার ছেলে ইদি সানা (১৭), ফরহাদ শেখের ছেলে নাজমুল শেখ(১৭) ও চুলকাঠি গ্রামের সেলিম শেখের ছেলে ইমন শেখ (১৭)।  এ সময়ে পুলিশ তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, লোহার পাইপ, ৪টি মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আটক কিশোর গ্যাং নেতা সাওন রহমান সান বলেন, ‘তাদের এক বন্ধুর স্ত্রীকে মোরেলগঞ্জে এক আত্মীয়ের বাড়িতে আটকে রাখা হয়েছে। বন্ধুর সেই স্ত্রীকে তুলে নেওয়ার জন্য তারা ৪ জন মোটরসাইকেলে করে মোরেলগঞ্জে গিয়েছিল। কিন্তু, সেই বাড়তে যাওয়ার আগেই তারা ধরা পড়ে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন