বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

জীবননগরে প্রকাশ্যে ধূমপান করায় জরিমানা

জীবননগর  প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে প্রকাশ্যে ধুমপান করার অপরাধের ৫জনকে তিনশত টাকা জরিমানা করেছে ভ্র্যাম্যমান আদালত। রবিবার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তিথি মিত্র বলেন, জীবননগর বাস স্টান্ডে এলাকায় বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রকাশ্যে ধূমপান করায় ৪ জনকে ৫০ টাকা করে ও ১জনকে ১০০টাকা সর্বমোট ৩০০ টাকা ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫-এর ৪ ধারায় এ জরিমানা করা হয়।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন