ঘূর্ণিঝড় মোখা ধেয়ে আসার সতর্কতা হিসেবে কক্সবাজার বিমানবন্দরের সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১২ মে) কক্সবাজার বিমান বন্দরের ম্যানেজার গোলাম মোর্তজা এ তথ্য জানিয়েছেন।
তিনি জানিয়েছেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে শনি থেকে রোববার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
এদিকে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরানের সভাপতিত্বে শুক্রবার সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়াসহ বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
কক্সবাজার সমুদ্রবন্দরকে ৮ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
খুলনা গেজেট/এইচ