খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত
  মিরপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ৭
  সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে আজ সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ
  সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ আজ

সদর থানা বিএনপির নতুন কমিটি : হুমায়ুন আহবায়ক, মোল্লা ফরিদ সদস্য সচিব

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৪ বছর পর ওয়ার্ড নেতাদের ভোটে গঠন করা হলো খুলনা সদর থানা বিএনপির আহ্বায়ক কমিটি। শুক্রবার বিকালে খুলনা প্রেসক্লাবে সর্বোচ্চ ভোট পেয়ে থানা আহ্বায়কব নির্বাচিত হয়েছেন সিটি কলেজেন সাবেক ভিপি ও কেসিসির ২৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কে এম হুমায়ুন কবির। এছাড়া সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ২১নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মোল্লা ফরিদ আহমেদ। খুলনা সদর থানার ৯টি ওয়ার্ডের ২৭৯ জন কাউন্সিলর ভোট প্রদান করেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক বেগম রেহানা ঈসা জানান, আহবায়ক পদে ১৬৩ ভোট পেয়ে কেএম হুমায়ুন কবীর নির্বাচিত হয়। তার নিকতম প্রতিদ্বন্দ্বি ছিলেন বিএম তানভীরুল আজম। তিনি পেয়েছেন ৮৮ ভোট। সদস্য পদে মোল্লা ফরিদ আহমেদ ১৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকতম প্রতিদ্বন্দ্বি ছিলেন খন্দকার হাসিনুল ইসলাম নিক পেয়েছেন ৯৭ ভোট।

নির্বাচন পরিচালনা কমিটির অন্য সদস্যরা হলেন এড. নুরুল হাসান রুবা, এড. মোল্লা মাসুম রশীদ, এড. তৌহিদুর রহমান তুষার, মিজানুর রহমান মিলটন, জাকির ইকবাল বাপ্পি, শরিফুল ইসলাম টিপু, শাহানাজ সরোয়ার।

এর আগে শুক্রবার সকাল ১০টায় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে খুলনা সদর থানা বিএনপির কর্মী সভা শুরু হয়। সদও থানা সাংগঠনিক টিম প্রধান চৌধুরী শফিকুল ইসলাম হোসেনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। সভার উদ্বোধন করেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, বিশেষ বক্তা ছিলেন যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহীর।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুর রশিদ মিরাজ ও শেখ সাদীর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন কে এম হুমায়ুন কবীর, বিএম তানভীরুল আজম, আব্দুর রাজ্জাক, মোল্লা ফরিদ আহমেদ ও খন্দকার হাসিনুল ইসলাম নিক। কর্মীসভা শেষে পবিত্র জুম্মার নামাজ ও মধ্যহ্ন ভোজের বিরতী দেয়া হয়। বিরতী শেষে বেলা আড়াইটায় দ্বিতীয় পর্বে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

খুলনা গেজেট/হিমালয়

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!