সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,বাগেরহাট

বাগেরহাটে পুকুরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পশ্চিমবাগ গ্রামে নিজ বাড়ির পুকুরে পড়ে ওই শিশুর মৃত্যু হয়। মৃত শিশুর নাম হল শেখ আ: রহমান। এ সময়ে মৃতের জমজ ভাই ওমর আলীও গুরুতর আহত হয়েছে। তাকে জন্য খুলনা খুলনা হেলথ কেয়ারে ভর্তি করা হয়েছে। শেখ আঃ রহমান পশ্চিমবাগ গ্রামে মইনুল ইসলাম রনির ছেলে।

মইনুল ইসলাম রনি বলেন, তিন জমজ ছেলে এক সাথে ছিল। সবার অগোচরে শেখ আঃ রহমান ও শেখ ওমর আলী পুকুরের পানিতে পড়ে যায়। পরে খোজাখুজি করে দুই ভাইকে তুলে বাগেরহাট জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শেখ আঃ রহমানকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম ঘটনার সতত্য নিশ্চিত করেছন।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন