খুলনা, বাংলাদেশ | ২৩ বৈশাখ, ১৪৩১ | ৬ মে, ২০২৪

Breaking News

  ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানসহ স্বতন্ত্র সব পরিচালকের পদত্যাগ
  মিল্টন সমাদ্দারের প্রতারণায় সহযোগী ছিলেন তার স্ত্রী : ডিবি প্রধান
  জনগণের ভরসাস্থল অর্জন করতে সক্ষম হয়েছেন সেনাবাহিনী : প্রধানমন্ত্রী

খুলনায় প্রতারক চক্রের মূলহোতাকে আটক

নিজস্ব প্রতিবেদক

খুলনায় প্রতারক চক্রের মূলহোতাকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে তাকে সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা এলাকা থেকে আটক করা হয়। প্রতারকের নাম হল মোসা: ইয়াসমিন।

র‌্যাবের পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, কেএমপি খুলনার সোনাডাঙ্গা থানা এলাকায় সরকারি দরিদ্র ত্রান কার্ড এবং সরকারি আশ্রয়ন প্রকল্পের জমি ও ঘর দেয়ার নামে একটি প্রতারক চক্র অসহায় সাধারণ মানুষের নিকট হতে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। এ চক্রটি ইতোমধ্যে দরিদ্র জনসাধারণের মধ্যে বেশ কিছু ভূয়া দরিদ্র ত্রান কার্ড প্রদান করেছে। এছাড়াও সরকারি আশ্রয়ন প্রকল্পের জমি ও ঘর দেয়ার নামে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে। প্রাপ্ত এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সোনাডাঙ্গা থানার গোবরচাকা এলাকায় অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা মোসা: ইয়াসমিনকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে সে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!