বৃহস্পতিবার । ২রা অক্টোবর, ২০২৫ । ১৭ই আশ্বিন, ১৪৩২

খুলনায় হজযাত্রীদের টিকা প্রদান কার্যক্রম আজ থেকে শুরু

নিজস্ব প্রতিবেদক

খুলনায় হজযাত্রীদের টিকা (মেনিনফাইটিস ও ইনফ্লুয়েঞ্জা) প্রদান কার্যক্রম আজ ১০ মে থেকে শুরু হচ্ছে। আগামী মাস পর্যন্ত এই কাজ কার্যক্রম চলবে।  খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও খুলনা সিভিল সার্জন অফিসে টিকা দেওয়া হবে। সকাল ১০টা থেকে এই কার্যক্রম শুরু হবে।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, টিকা প্রদানের আগে ৬টি পরীক্ষার ফলাফল সঙ্গে আনতে হবে। এগুলো হচ্ছে ইউরিন আর/এম/ই, আরবিএস, এক্সরে চেস্ট পি/এ ভিউ, ইসিজি, সিরাম ক্রিটিনিন, কমপ্লিট ব্লাড কাউন্ট (সিবিসি সঙ্গে ইসিআর) এবং ব্লাড গ্রুপিং।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুমন রায় জানান, হাসপাতালেই কম খরচে ৬টি টেস্ট করা যাবে। রিপোর্ট পাওয়ার পর চিকিৎসকের পরামর্শ ও টিকা প্রদান করা হবে।

খুলনা গেজেট/হিমালয়




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন