সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

মোরেলগঞ্জে সাবেক পুলিশ সদস্যের বাড়িতে চুরি

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সংঘবদ্ধ চোররা ৩ ভরি স্বর্ণালংকারসহ নগদ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। শনিবার রাত ৩টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের সানকিভাঙ্গা গ্রামের সাবেক পুলিশ সদস্য মীর শওকত হোসেনের বাড়িতে এ ঘটনাটি ঘটে।

সাবেক পুলিশ সদস্য মীর শওকত হোসেনের স্ত্রী নারগিস বেগম বলেন, রাতে ওই ঘরে তার বিদেশ ফেরত ছেলে আশিকুর রহমান রনি ঘুমিয়ে ছিল। শেষ রাতের দিকে সংঘবদ্ধ চোররা চেতনানাশক স্প্রে করে রনিকে অজ্ঞান করে জানালার গ্রীল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে ৪টি কক্ষের সকল আলমারির তালা ভেঙ্গে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয়। পরে রনিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সকালে থানা পুুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন