সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

`গণতন্ত্র মঞ্চের ব্যানারে গণঅধিকার পরিষদ কোনো কর্মসূচি পালন করবে না’

গেজেট ডেস্ক

এখন থেকে গণতন্ত্র মঞ্চের ব্যানারে গণঅধিকার পরিষদ কোনো কর্মসূচি পালন করবে না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। শনিবার রাত সাড়ে আটটার দিকে এ কথা জানান তিনি।

নুর বলেন, ‘গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে- শুধুমাত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে জোটবদ্ধ কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে গণঅধিকার পরিষদের নিজস্ব উদ্যোগে চলমান যুগপৎ আন্দোলনে থাকা সব দলের সঙ্গে রাজপথে সমন্বিত কর্মসূচি পালন করা হবে।’

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন