বাগেরহাটে অসহায়, ছিন্নমূল, এতিম ও আশ্রয়হীণ মানুষদের আশ্রয় দেওয়ার জন্য স্বপ্ননীড় এতিমখানা ও বৃদ্ধাশ্রমের যাত্রা শুরু হয়েছে। শনিবার (০৬ মে) দুপুরে বাগেরহাট সদতর উপজেলার বেশরগাতি এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের করা এই প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব নাসরুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ ফরিদুল ইসলাম বাবলু, আমেরিকা প্রবাসী ড মাস্টার লতিফ ফাউন্ডেশনের প্রধান পৃষ্টপোষক জনাব রফিকুল ইসলাম জগলু, গোটাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শমসের আলী মোহন।
বক্তব্য রাখেন মাধবকাঠি সিনিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, পশ্চিম বাগ দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম কম্পিউটার ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, সংশ্লিষ্ট উন্নয়ন সংস্থার সভাপতি কাজী লিয়াকত হোসেন, সাধারণ সম্পাদক বেগ শামীম আহসান, এতিমখানার সভাপতি শেখ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যংকের সাবেক কর্মকর্তা আলহাজ্ব হেমায়েত উল্লাহ, সঞ্চালন করেন শেখ সাজাহান আলী।
বেশরগাতি এলাকার ৫একর জমির উপর নির্মিত স্বপ্ননীড় এতিমখানা ও বৃদ্ধাশ্রমে ১২০ জন এতিম ও অসহায় বৃদ্ধার বসবাসের সুযোগ রয়েছে। এছাড়াও এই কমপ্লেক্সের মধ্যে মসজিদ, মাদরাসা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করা হবে বলে জানিয়েছেন লতিফ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোক্তারা।
লতিফ মাস্টার ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক শেখ রফিকুল ইসলাম জগলু বলেন, শুধু মাত্র মানুষের কল্যান ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা এই এতিমখানা, বৃদ্ধাশ্রম ও ধর্মীয় প্রতিষ্ঠান করেছি। ভবিষ্যতে আমাদের এই প্রতিষ্ঠানের কলেবর বৃদ্ধির ইচ্ছে রয়েছে বলেও জানান তিনি।
খুলনা গেজেট/ এসজেড