সমাজতন্ত্র অর্থনীতিবিদ বৈপ্লবিক দার্শনিক কার্ল মার্কস-এর ২০৫তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে সিপিবি খুলনা জেলা শাখার উদ্যোগে ০৫ মে শুক্রবার অপরাহ্ন ৬টায় দলীয় কার্যালয়ে সিপিবি কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ডাঃ মনোজ দাশের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে কার্ল মার্কসের প্রকৃতিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। সভায় কার্ল মার্কসের জীবন ও কর্মের উপর লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সম্পাদকম-লীর সদস্য কমরড সুতপা বেদজ্ঞ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সভাপতি কমরেড মিজানুর রহমান বাবু, জেলা সম্পাদকম-লীর সদস্য কমরেড এইচ এম শাহাদাৎ, মহানগর সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড নিতাই পাল, সাধারণ সম্পাদক অধ্যাপক সঞ্জয় সাহা, খালিশপুর থানা সভাপতি কমরেড হুমায়ুন কবীর, মহানগর সম্পাদকম-লীর সদস্য কমরেড রঙ্গলাল মৃধা, সিপিবি নেতা কমরেড অসীম আনন্দ দাস, কমরেড মহেন্দ্র নাথ সেন, কমরেড শেখ আব্দুল হালিম, কমরেড সাইদুর রহমান বাবু, কমরেড সুজিত সাহা, কমরেড সাইদুর রহমান, যুব নেতা ধীমান বিশ্বাস, আফজাল হোসেন রাজু, মৌফারশের আলম লেনিন, সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, তুষার বর্মণ, শাহ ওয়াহিদুজ্জামান জাহাঙ্গীর, রামপ্রসাদ রায়, ডাঃ গৌরাঙ্গ সমাদ্দার, মিঠুন ম-ল, ভবেশ রায়, চিরঞ্জিব ম-ল, আদনান আহমেদ, ছাত্র নেতা হাবিবুল্লাহ সবুজ প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কার্ল মার্কসের জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের সমাজতন্ত্রের সংগ্রামকে জয়যুক্ত করার জন্য এক গণভিত্তিক সম্পন্ন আত্মনির্ভরশীল বিপ্লবী পার্টি গড়ে তুলতে হবে।
খুলনা গেজেট/কেডি