একই রাতে ভিন্ন দুই ম্যাচে মাঠে নামে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে কষ্টার্জিত জয়ে লা লিগা টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করে ব্লাউগ্রানারা। এদিকে রিয়াল সোসিয়েদাদের মাঠে ২-০ গোলে হারে লস ব্লাঙ্কোরা। এই পরাজয়ে বার্সার চেয়ে ১৪ পয়েন্টে পিছিয়ে গেছে রিয়াল।
ঘরের মাঠে ম্যাচের ৪৭তম মিনিটে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। গোলটি করেন জাপানিজ উইঙ্গার তাকেফুসা কুবো। ৬১তম মিনিটে দশ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠছাড়া হন দলটির স্প্যানিশ ডিফেন্ডার দানি কারভাহাল। ৮৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সোসিয়েদাদের বদলি নামা ফরোয়ার্ড আন্দের বারেনেটক্সা।
৩৩ ম্যাচে ২৬ জয় ও ৩ হারে ৮২ পয়েন্ট নিয়ে লা লিগা টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান সংখ্যক ম্যাচে ২১ জয় ও ৭ হারে ৬৪ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। দুই দলেরই বাকি ৫টি করে ম্যাচ।
বাকি ম্যাচগুলোতে অবিশ্বাস্য কিছু না ঘটলে লা লিগা টাইটেল উঠতে চলেছে বার্সেলোনার শোকেসেই।
খুলনা গেজেট/এনএম