খুলনার ডুমুরিয়া থানার নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (০২ মে) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
গত ২৭ এপ্রিল খুলনার ডুমুরিয়া থানার নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খানসহ ৮ জনকে কারাগারে পাঠান আদালত।
খুলনার জ্যেষ্ঠ দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো অন্য আসামিরা হলেন, শেখ ফরহাদ হোসেন, মোল্লা আকবর হোসাইন সৈকত, আবদুর রব আকুঞ্জী, শাহীনুর রহমান, মোল্লা মশিউর রহমান ও শাহনেওয়াজ শেখ।
চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রাতে ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক রাইয়ান বাদী হয়ে আজিজুল বারী হেলাল, আমির এজাজ খান ও ডুমুরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মফিজুর রহমানসহ ১৮ জনের নাম উল্লেখ করে মোট ১৩০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
খুলনা গেজেট/কেডি