ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামসহ নিজের ৯টি অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে বলে জানালেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। সেই বিষয়ে আলোচনা করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যান তিনি।
মঙ্গলবার দুপুর ২টার দিকে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন হিরো আলম। সেখানে প্রবেশের আগে সংবাদকর্মীদের তিনি বলেন, ‘আমার ৯টি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। এ ব্যাপারে আমি ডিবির কর্মকর্তাদের সঙ্গে কথা বলতে এসেছি।’
হিরো আলম বলেন, ‘ডিবি কর্মকর্তারা আমাকে আজ দুপুরে আসতে বলেছেন। যে হ্যাক করেছে তার সন্ধানও পেয়েছি। তার বিরুদ্ধে আমি মামলা করব।’
এর আগে গত ১ এপ্রিল ডিবি কার্যালয়ে গিয়ে সংস্থাটির প্রধান হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন হিরো আলম।
সেসময় তিনি বলেন, ‘ব্যক্তিগত কাজে ডিবি অফিসে গিয়েছি। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবে আমাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো ও নানা বিষয়ে ডিবিপ্রধান হারুন সাহেবের সঙ্গে দেখা করেছি। তিনি অনেক আন্তরিক। আর আমার কথাগুলো খুবই গুরুত্বসহ দেখবেন বলে জানিয়েছেন।’
খুলনা গেজেট/ এসজেড