সোমবার । ১৭ই নভেম্বর, ২০২৫ । ২রা অগ্রহায়ণ, ১৪৩২

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই মালসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটের ফকিরহাট থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন লক্ষ ২০ হাজার টাকার চোরাই মালসহ দুই চোর আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২৯ এপ্রিল) গভীর রাতে ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে আটক করা হয়। এসময় নির্মাণকাজে ব্যবহৃত ৫ হাজার ৪৯৫ কেজি লোহার সরঞ্জামাদি, ৫০ কেজি তামার তার ও চোরাই কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন পাবনা জেলার শহরের বিপ্লব হোসেন (১৯) ও খুলনা সদরের মেহেদী হাসান শান্ত (২৩)। মামলা দায়ের পূর্বক দুই চোর ও উদ্ধার মালামাল ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন লক্ষ ২০ হাজার টাকার চোরাই মালসহ দুই চোর আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। দেশের সম্পদ রক্ষায় র‌্যাবে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন