নববধূকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসার সময় পটুয়াখালীর দশমিনায় বুড়াগৌরাঙ্গ নদীতে ঝড়ের কবলে পড়ে বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় লিপি আক্তার নামে এক নারী নিহত হয়েছেন এবং বর ও বরের মাসহ চারজন নিখোঁজ রয়েছেন। মৃত লিপি আক্তার বর রাব্বি হাওলাদারের ফুফু বলে জানা গেছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌপুলিশসহ উপজেলা প্রশাসন কাজ করছে।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট সংলগ্ন বুড়াগৌরাঙ্গ নদীতে এ ঘটনা।
মৃতের স্বজনদের ভাষ্য, চলতি মাসের শুরুতে আউলিয়া গ্রামের মনির হাওলাদারের ছেলে রাব্বি হাওলাদারের সঙ্গে চরবোরহানের হুমায়ুন মুন্সির মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়। গত মঙ্গলবার রাব্বি তার স্বজনদের নিয়ে নববধূকে আনতে শ্বশুরবাড়িতে যান। শুক্রবার নববধূসহ ১৪ থেকে ১৫ জন আত্মীয় নিয়ে সে তার বাড়ির দিকে রওনা হন। এসময় তাদের ট্রলারটি মাঝনদীতে ঝড়ের কবলে পড়ে তলিয়ে যায়। এতে লিপি আক্তার পানিতে ডুবে মারা যান এবং রাব্বি হাওলাদার ও তার মা সেলিনা বেগমসহ চারজন নিখোঁজ হন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান বলেন, মৃতের মরদেহ লঞ্চঘাট এলাকায় রাখা আছে। তার আত্মীয় স্বজনরা লাশ সনাক্ত করেছেন। তবে কনে সুস্থ আছেন।
খুলনা গেজেট/এমএম