স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে দ্বিতীয় নগর অঞ্চল উন্নয়ন প্রকল্প। প্রকল্পটি সুচারুভাবে বাস্তবায়নের জন্য খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কুয়েট এ্যাপ্রোচ রোডের ( খুলনা-যশোর মহাসড়ক হতে সিটি বাইপাস পর্যন্ত) সড়কের উভয় পার্শ্বের বিদ্যমান বিভিন্ন অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এ সময় উপস্থিত ছিলেন কেডিএ’র সিনিয়র বৈষয়িক কর্মকর্তা ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চঃদাঃ) শামীম জেহাদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরীন, কেডিএ’র বৈষয়িক কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ কবি সাদসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।
পরিকল্পিত নগরায়নের স্বার্থে ভবিষ্যতে কেডিএ কর্তৃপক্ষ এ ধরনের অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কেডিএ’র গণ-সংযোগ কর্মকর্তা ও উপ- পরিচালক (প্রশাসন) মোঃ ইজাদুর রহমান।