কক্সবাজারে নাজিরারটেক ভেসে আসা ট্রলার থেকে ১০ মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে মহেশখালী থেকে বাইট্টা কামাল ও মাঝি করিম সিকদারকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এসব তথ্য জানান কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।
এই ঘটনায় নিহত ট্রলারের মালিক শামসুল আলমের স্ত্রী রোকেয়া আক্তার ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে মামলা করেছেন সদর মডেল থানায়। মামলায় বাইট্টা কামালকে ১ নাম্বার আর করিম সিকদার ৪ নাম্বার আসামি করা হয়।
এরআগে সকালে ১০ মরদেহের মধ্যে ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহ ও ময়নাতদন্তের পর স্বজনদের শনাক্তের উপর ভিত্তি করে মরদেহগুলো হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. শাহীন ইমরান ও পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।
হস্তান্তর করা মরদেহগুলো হলো- মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের শামসুল আলম, শাপলাপুরের শওকত উল্লাহ, মোহাম্মদ শাহজাহান, ওসমান গণি ও নুর কবির এবং চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মোহাম্মদ তারেকের। বাকি ৪ জনের মরদেহ নিয়ে ডিএনএ টেস্টের ফলাফলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে।
খুলনা গেজেট/ এসজেড