ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুর রব ও ভাতিজা বেলায়েত হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শুক্তাগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিউটি সিকদার।
তিনি বলেন, কী কারণে হত্যা করা হয়েছে তা এখনো আমি জানি না। কুপিয়ে আহত করার খবর পেয়ে হাসপাতালে এসেছিলাম। ডাক্তার জানিয়েছেন দুজনেই মারা গেছেন। এখন ঘটনাস্থলে আমি যাচ্ছি। সেখানে পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আসছেন।
ঝালকাঠির সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মাসুদ রানা বলেন, এলাকায় আধিপত্য বিস্তার ও নির্বাচনী বিরোধের সূত্র ধরে দুই পক্ষের মধ্যে পুরোনো শত্রুতা চলে আসছিল। তারই সূত্র ধরে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা মনে করছি। নিহত দুজনের স্বজন ১০ বছরের এক শিশু ঘটনার সময় সঙ্গে ছিল। তার কাছ থেকে আমরা পুরো ঘটনা সর্ম্পকে জেনেছি এবং হত্যাকারী করা তার নাম পেয়েছি। বাকি ঘটনা তদন্তে উঠে আসবে।
তিনি বলেন, অভিযুক্তদের আটক করতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।
খুলনা গেজেট/কেডি